• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন এম আবদুল্লাহ

AMZAD
প্রকাশিত ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ০০:২২:৫৭
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন এম আবদুল্লাহ

ডেস্ক :::বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন মুহাম্মদ আবদুল্লাহ। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)র সাবেক সভাপতি এবং দৈনিক আমার দেশ এর নগর সম্পাদক। তাকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এটিএম শরিফুল আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ এর ধারা ১০(২) অনুযায়ী মুহাম্মদ আবদুল্লাহকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে।