বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তামজিদ আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন করেছে তার সহপাঠিসহ সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্বনাথ সরকারী কলেজের সম্মুখে বিশ্বনাথ-রশীদপুর-সিলেট সড়কের উপর এই মানববন্ধন এর আয়োজ করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে বিশ্বনাথ সরকারী কলেজের মেধাবী ছাত্র তামজিদ আহমদ ও তার দুই সঙ্গীর উপর একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে প্রাণে মারার উদ্দেশ্যে আক্রমণ করে। এতে তামজিদসহ তার অপর দুই সহযোগী মারাত্বকভাবে আহত হন। কিন্তু প্রশাসন এখনও পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করেনি। শিক্ষার্থীরা অবিলম্বে তামজিদের উপর হামলাকারী দূর্রৃত্ত, সন্ত্রাসীদের ও তাদের আর্শীবাদকারী গডফাদারদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্থি প্রদানের দাবী জানিয়েছেন।
বিশ্বনাথ সরকারী কলেজের শিক্ষার্থী রেজু আহমদের পরিচালনায় মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান মামুন, আলিফা বেগম, শিউলী বেগম, নোমান আহমদ, ইমন আহমদ, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, জেসমিন বেগম প্রমুখ। এসময় কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।