সিলেটের বিশ্বনাথ এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজ বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই কৃষকের নাম মাফিক মিয়া (৪৫)। তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি (ডাকাতিগাঁও) গ্রামে মৃত আরজু মিয়ার ছেলে ছেলে।
পরিবার জানায়, মাফিক মিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার (১৩ নভেম্বর) রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে যান। পরদিন বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে বাইরে যান মাফিক। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তার স্ত্রী পরিবারের অন্য সদস্যদের জানালে তাকে সবাই খুঁজতে বের হন। পরে ধান রাখার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া জানান, ঘটনাস্থলে পৌঁছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।