• ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে নারীদের উন্নয়নে সরকারের সাফল্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

AMZAD
প্রকাশিত ১৬ নভেম্বর, শনিবার, ২০২৪ ২০:৪৬:১৮
জৈন্তাপুরে নারীদের উন্নয়নে সরকারের সাফল্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি : শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় বহিরাঙ্গণ অনুষ্ঠান জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ টেলিভিশন কর্তৃক বহিরাঙ্গণ অনুষ্ঠানে প্রকল্প পরিচালক সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিভিশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ বহিরাঙ্গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিশু,কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়নে সরকারের সাফল্য, বর্তমানে গৃহীত কর্মসূচি এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে উপস্থিত অতিথি গণ আলোচনা করেন। প্রকল্পের আওতায় বিভিন্ন সংস্থার মাধ্যমে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের স্বাস্থ্য, শিক্ষা,পুষ্টি, নিরাপত্তা, অধিকার, ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

ঢাকা থেকে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিগণ আলোচনা সভায় অংশ গ্রহন করেন।সন্ধ্যায় স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীদের অংশ গ্রহনে জনসচেতনতা মুলক এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ গোলাম আজম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নূরুল আজম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া।

অনুষ্ঠানে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা জাফরিন রোজী, জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাওন আহমদ সহ স্থানীয় শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ ও সংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।