• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জের সুনামপুরে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফ্রি মেডিকেল ক‍্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

AMZAD
প্রকাশিত ১৬ নভেম্বর, শনিবার, ২০২৪ ১৮:০০:১৯
গোলাপগঞ্জের সুনামপুরে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ফ্রি মেডিকেল ক‍্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

প্রেস বিজ্ঞপ্তি : নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ‍্যোগে দিনব‍্যপি ফ্রি মেডিকেল ক‍্যাম্প ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর স্বেচ্ছা সেবক সংগঠন জীবন কতৃক ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন শনিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর অধ‍্যক্ষ ও নর্থ ইষ্ট প্রাইভেট লিমিটেড এর ব‍্যবস্থাপনা পরিচালক অধ‍্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী।

ফ্রি মেডিকেল ক‍্যাম্পে এলাকার প্রায় ছয়শতাধিক এর বেশি রোগী কে ঔষধ সহ ফ্রি চিকিৎসা প্রদান ও করা হয়।

ফ্রি মেডিকেল ক‍্যাম্পে রোগী দেখেন অধ‍্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, ডাঃ মুনতাসীর আলম রাহিমী, ডাঃ মোস্তাসিন রাজ্জাক, ডাঃ আফতাব উদ্দিন,ডাঃ আলকাছ মাহমুদ, ডাঃ মাজহারুল ইসলাম, ডাঃ খন্দকার মোঃ এনায়েত উল্লাহ, ডাঃ বিজিত তালুকদার, ডাঃ আশরাফুল ইসলাম, ডাঃ আতিকউল্লাহ, ডাঃ মোহামিন মামুন মাহি, ডা: মোস্তাক।

উল্লেখ্য যে এ বছর এটি নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ১২ তম মেডিকেল ক্যাম্প। এই ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ সর্বদা কাজ করে যাবে।