প্রেস বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এপেক্স বাংলাদেশ এর জেলা ৪ এর ৩৯তম কনভেনশন ২০২৪ মোহনাপেক্স শুক্রবার (১৫ নভেম্বর) সকালে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
এপেক্স জেলা ৪ এর ডিজি এপেক্সিয়ান এডভোকেট মোঃ আব্দুল খালিকের সভাপতিত্বে কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ মোঃ এনামুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এপেক্সিয়ানরা সব সময় দেশের কল্যাণে কাজ করেন। জাতীয় দূুর্যোগ থেকে শুরু করে প্রতিটি সংকটময় মুহূর্তে জাতীয় ভাবে সেবা দানের মাধ্যমে এপেক্সিয়ানরা ইতিমধ্যে সুনাম কুড়াতে সক্ষম হয়েছেন।তিনি আগামীর সুন্দর সমাজ বিনির্মানে এপেক্সিয়ানদের কাজ করার আহবান জানান।
এপেক্স বাংলাদেশ জেলা ৪ আয়োজিত কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপেঃ এম মনিরুল ইসলাম ভূইয়া, এনআইআরডি এপেঃ মেহেদী আহমদ,এনওয়াইসিডি এপেঃ কবির আহমদ, এনএডি এপেঃকামরুল হক,লাইফ মেম্বার এপেঃ প্রফেসর মোহন মিয়া, লাইফ গভর্নর এপেঃ জবিউল ইসলাম, এপেঃ একেএম সামিউল আলম, অতীত জাতীয় সভাপতি এপেঃ ইলিয়াস জসিম,লাইফ গভর্নর এপেঃ ডাঃ মুজিবুর রহমান, এপেঃ আক্তার হোসেন খান,এনআইআরডি এপেঃ মেহেদী আহমদ, পিপি এপেঃ বদরুল আহমদ চৌধুরী,ডিজি- ১ এপেঃ সাইফুল ইসলাম, ডিজি-৯ এপেঃ শফিকুল ইসলাম, আইপিডিজি এপেঃ এডভোকেট জালাল উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম চেয়ারম্যান এপেঃএডভোকেট শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শাহ আদনান, আইডিয়েল অফ এপেক্স পাঠ করেন এপেঃ মোস্তাফিজুর রহমান।
কনভেনশনে আইপিএনএসডি এপেঃ শাহেদুর রহমান শাহেদ, এপেক্স বাংলাদেশের জাতীয় সেক্রেটারি এপেঃ হাবিবুর রহমান,পিডিজি এপেঃ জাকারিয়া আহমদ, এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর লাইফ মেম্বার এপেঃ সয়ফুল করিম চৌধুরী হায়াত, এপেক্স ক্লাব অব সিলেট এর লাইফ মেম্বার এপেঃ আব্দুল হান্নান,এপেক্স ক্লাব অব বিশ্বনাথ এর লাইফ মেম্বার এপেঃ এডভোকেট আব্দুল কুদ্দুস সহ এপেক্স জেলা চার এর বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।