নিজস্ব প্রতিবেদক : সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৩৭ লাখ বেশি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাল, শাড়ি, থ্রিপিস ও কসমেটিকস সামগ্রীসহ বিবিধ চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে ১৫-১৬ নভেম্বর সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি ভারতীয় কাশ্মীরি হাজীশাল, শাড়ী, থ্রীপিস, বিভিন্ন প্রকার ক্রিম, গার্নিয়ারম্যান ফেসওয়াশ, সাবান এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ৫৭০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার নিয়মিতভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রতিনিয়ত বিভিন্ন চোরাচালান জব্দ করা হচ্ছে। জব্দকৃত মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।