• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট নগরীতে ৪ ছিনতাইকারী গ্রেফতার, ধারালো চাকু উদ্ধার

AMZAD
প্রকাশিত ১৭ নভেম্বর, রবিবার, ২০২৪ ১৫:৩৫:০৫
সিলেট নগরীতে ৪ ছিনতাইকারী গ্রেফতার, ধারালো চাকু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীতে ধারালো চাকুসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এসময় তাদের কাছ থেকে নগদ ৪৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের জৈন্তাপুরের থানার পানিছড়া গ্রামের মনাফ মিয়ার ছেলে সাহেদ আহমদ (২০), বিশ্বনাথ থানার মোল্লারগাঁও গ্রামের আলতাব মিয়ার ছেলে কামরুল (২৩), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার নান্দিনা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মোঃ সাগর (২৬) এবং সিলেটের জৈন্তাপুরের থানার পানিছড়া গ্রামের মৃত সুরুজ মিয়া মনাফ মিয়া (৫৫)।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, গত ৫ নভেম্বর দুপুরে নগরীর ক্বীন বীজের উত্তরপাড়ের রাস্তা থেকে সুনামগঞ্জের শাল্লা উপজেলার মতিনুর রহমান এবং জামিল হক নামে দুজনকে ধারালো চাকু দ্বারা হত্যার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ ৭৪,০০০ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর তারা সিলেটের কোতোয়ালী মডেল থানায় এ-সংক্রান্ত একটি অভিযোগ দেন। পরবর্তীতে শুক্রবার (১৫ নভেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে উল্লেখ করে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।