• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট সীমান্ত থেকে অস্ত্রসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ

AMZAD
প্রকাশিত ১৭ নভেম্বর, রবিবার, ২০২৪ ২০:০০:২৪
সিলেট সীমান্ত থেকে অস্ত্রসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি অভিযানে সিলেট সীমান্ত এলাকা থেকে এয়ারগান, গুলিসহ অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

রোববার সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার সকাল জৈন্তাপুর সীমান্তে অভিযানে পরিচালনা করে ৫ হাজার ১৫ গজ ভারতীয় থান কাপড়, ৭৫ পিস কাতান শাড়ি, ২৪২ গজ মকমল থান কাপড়, ১০ লাখ পিস ভারতীয় সিগারেট, ৫ হাজার ৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ১ হাজার ৪৫০ কেজি ভারতীয় চিনি, ৩১২ কেজি ভারতীয় নিম্নমানের চাপাতা, ৪টি ভারতীয় গরু এবং ১৪ হাজার ৪০০ পিস ভারতীয় সুপারি আটক করা হয়।

এদিকে রোববার সকাল জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির আরেকটি অভিযানে কানাইঘাটের মিকিরপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ভারতীয় এয়ারগান জব্দ করা হয়।

এ সময় ৩০ রাউন্ড ছররা গুলি উদ্ধার করে বিজিবি।

আটককৃত মালামালের মোট সিজার মূল্য ৫১ লাখ ৯৩ হাজা ৭০০টাকা বলে জানায় বিবিজি।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদু্ন্নবী, পিএসসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।