• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ সদস্যের প্রতিনিধি দল

AMZAD
প্রকাশিত ১৮ নভেম্বর, সোমবার, ২০২৪ ১৬:০৫:১১
সিলেট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ সদস্যের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : সিলেট এছেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানে (BG601) ঢাকা থেকে সিলেট আসেন তার। পরে রাতারগুলের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন তারা।

জানা যায়, প্রতিনিধি দলটি সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র-জনতা কর্তৃক আয়োজিত আগামীর বাংলাদেশ ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। কার্যক্রম শেষে রাত ৮টার দিকে বাংলাদেশ বিমান (BG606) বিমানযোগে ঢাকায় ফিরবেন তারা।