নিজস্ব প্রতিবেদক : তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি এই স্লোগানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন ও টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনক) আয়োজিত দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, এনডিসি।
সিলেটের জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ মাসুদ রানা, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) সুবর্ণ সরকার, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস। শের মাহবুব মুরাদ।
তথ্য মেলার উদ্বোধনী অধিবেশনে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী বলেন, তথ্য অধিকার আইন একটি। সরকারী বিভাগগুলিকে জবাবদিহি করার জন্য সরঞ্জামগুলির। তথ্য অধিকার আইনই একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়ন করেছে। তিনি তথ্যের স্বেচ্ছায় প্রকাশ এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহে ইতিবাচক সহযোগিতা প্রদানের জন্য সমস্ত সরকারী ও বেসরকারী সংস্থাকে অনুরোধ করেন।
তিনি বলেন, সরকারি দপ্তরের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি।
তিনি দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তথ্য পাওয়া একজন নাগরিকের অধিকার। তিনি এ আইনের ব্যাপক প্রচার ও বাস্তবায়নের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি সনাকের মাধ্যমে তরুণদের মধ্যে তথ্যের ব্যবহার আইন বাস্তবায়নের জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালানোর অনুরোধ জানান।
সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা জানান, মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটে তথ্য অধিকার আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো নাগরিক অনুরোধকৃত তথ্য না পেয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করলে তথ্য প্রদানের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সঠিক তথ্য প্রদানের মাধ্যমে কাঙ্খিত বৈষম্যমুক্ত 'নতুন বাংলাদেশ' গড়ে তোলা সম্ভব। মেলায় আগত সব বিভাগকে তথ্য দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
তথ্য মেলার উদ্বোধনী আলোচনা শেষে সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা.জনমেজয় দত্ত ও বিভাগীয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক একেএম মোতাহের হোসেন গণশুনানিতে অংশ নেন এবং সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্ন ও উত্তর দেন।
তথ্য মেলায় জেলার ২৫টি সরকারি-বেসরকারি অফিস তথ্য সেবা দিয়েছে।
মেলায় ইয়েস গ্রুপ অফ সনাকের দ্বারা পরিচালিত মোবাইল তথ্য ও পরামর্শ ডেস্কগুলি সরকারী ও বেসরকারী খাতের অফিসে তথ্যের জন্য আবেদন করতে দর্শনার্থীদের তথ্য এবং কৌশল দিয়ে সহায়তা করছে। তথ্য মেলায় অংশগ্রহণকারী অফিস-পুলিশ সুপারের কার্যালয়; জেলা প্রশাসন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; সিভিল সার্জন অফিস; সিটি কর্পোরেশন; বিআরটিএ; জেলা তথ্য অফিস; দুদক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস; সাদাও উপজেলা ভূমি অফিস; সিলেট মহানগর রাজস্ব সার্কেল; জেলা রেজিস্ট্রারের কার্যালয়; সমাজসেবা অফিস; প্রাথমিক শিক্ষা অফিস; যুব উন্নয়ন অধিদপ্তর; সমবায় অফিস; জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; মৎস্য কর্মকর্তার কার্যালয়; উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও ভেটেরিনারি হাসপাতাল; জেলা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স; ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়; জেলা পরিষদ ডিজিটাল সেন্টার; ব্র্যাক; দিন আইডিই ও সনাক সিলেট।