বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন নিহত রায়হান হত্যা মামলার তদন্তভার গ্রহণ করেছে সিআইডি। নিহত ব্যাক্তি ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার তেলিকান্দি গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। তবে দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে তারা ভাড়া বাসায় থাকতেন। সরকার পতনের দিন বিকেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়িতে দাফন করা হয় বলে জানা গেছে। আদালত তার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দিয়েছেন।
এদিকে নিহতের পিতা বুরহান উদ্দিন বাদী হয়ে দায়ের করা মামলায় গত ০৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলার পৃথক স্থান থেকে এজাহারভুক্ত আসামী উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র সাইফুল ইসলাম রোকন ও লাউতা ইউনিয়নের জলঢুপ পাড়িয়াবহর গ্রামের আব্দুর রউফের পুত্র কলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তারা দু’জনই ওই হত্যা মামলার এজাহারনামীয় আসামী।
মামলার সাবেক তদন্ত কর্মকর্তা এসআই মোফাখখারুল ইসলাম জানান, চাঞ্চল্যকর মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।