• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে সাংবাদিক হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে পুলিশ কনস্টেবল উজ্জ্বল

AMZAD
প্রকাশিত ১৮ নভেম্বর, সোমবার, ২০২৪ ১৮:৫৮:১৮
সিলেটে সাংবাদিক হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে পুলিশ কনস্টেবল উজ্জ্বল

নিজস্ব প্রতিবেদক : সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় পুলিশ কনস্টেবল উজ্জ্বলের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ২টায় সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেনের আদালতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে গ্রেফতার কনস্টেবল উজ্জ্বলকে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর ইন্সপেক্টর মোহাম্মদ মোরসালিন ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন ভোরে ঢাকা থেকে কনস্টেবল উজ্জ্বলকে গ্রেফতার করে সিলেট নিয়ে আসে পিবিআই। গত ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে পুলিশের গুলিতে মারা যান দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক এটিএম তুরাব। এ ঘটনায় তার ভাই আবুল আহসান মো. আজরফ জাবুর বাদী হয়ে পুলিশসহ ১৮ জনের নামোল্লেখ করে মামলা করেন।