মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর প্রায় ৩ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার শাহ জহুরুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে প্রধান সড়কের পাশে সরকারি জায়গা দখল করে অর্ধশতাধিক ব্যবসায়ী দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ সব অবৈধ দোকান মালিকদের নোটিশ করে তাদের স্থাপনা সরানোর অনুরোধ করা হয়। অভিযানকালে অনেকে দোকানপাট সরিয়ে নিলেও যারা সরাননি, তাদের নির্মিত ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, অভিযান চালিয়ে অর্ধশতাধিক দোকানপাট অপসারণ করে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।