• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে ৪৮ লাখ টাকার ভারতীয় গরু, চিনি ও মাদক জব্দ

AMZAD
প্রকাশিত ১৯ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৬:৪৬:০৯
সিলেটে ৪৮ লাখ টাকার ভারতীয় গরু, চিনি ও মাদক জব্দ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু, চিনি, প্রসাধনসামগ্রী ও মাদক জব্দ করা হয়েছে। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার বিশেষ অভিযানে বিজিবি ১৯ ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজিবি বলছে, জব্দ করা ভারতীয় গরু ও অন্যান্য পণ্যের বাজারমূল্য আনুমানিক ৪৮ লাখ ৪২ হাজার টাকা।

আজ সকালে বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্যরেখার নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২৫০টি রং ফরসাকারী ভারতীয় ক্রিম, চারটি গরু ও ২০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৪২ হাজার টাকা। এ ছাড়া গতকাল জৈন্তাপুরের সুরইঘাট, লোভাছড়া ও ডোনা বিওপির বিজিবি সদস্যরা জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ, ২৫ ক্যান বিয়ার, ৯টি গরু ও মহিষ, ৫৮৫ কেজি চা–পাতা ও ৪০০ কেজি চিনি জব্দ করেন। এসবের বাজারমূল্য প্রায় ১১ লাখ ২০ হাজার ৭৫০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবী জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। এমন অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

এদিকে সিলেটে প্রাইভেট কার থেকে প্রায় ১১ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে র‌্যাব-৯–এর একটি দল। এ সময় নুরুল আফসার (৪৮) নামের একজনকে আটক করা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আফসার ফেনী জেলার সদর উপজেলার উত্তর ফরহাদনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। গতকাল রাত পৌনে আটটার দিকে সিলেটের ওসমানীনগর থানার সৈয়দপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নুরুল আফসারকে আটক করা হয়।

র‍্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সিলেটের ওসমানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।