• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে যুবলীগ নেতা গ্রেফতার 

AMZAD
প্রকাশিত ২০ নভেম্বর, বুধবার, ২০২৪ ১৫:১২:৩৬
বিয়ানীবাজারে যুবলীগ নেতা গ্রেফতার 

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারের যুবলীগ নেতা মাহবুব হোসেন জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজার পৌর-শহরের সুপাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জুয়েল উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের মরহুম মইন উদ্দিনের ছেলে এবং তিনি নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগের সিলেট জেলা কমিটির সাবেক অর্থ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য পাভেল মাহমুদ গ্রুপের সক্রিয় নেতা।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ আগস্ট সরকার পতন পরবর্তী দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।