প্রেস বিজ্ঞপ্তি : সামাজিক সংগঠন ক্লীন সিলেটের উদ্যোগে ৩ শতাধিক বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে খাবার ও শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে সিলেট সদর উপজেলার ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের পিরের বাজার পিরেরচকে মিছবাহ ম্যানশনে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন – আমেরিকা প্রবাসী ও ক্লীন সিলেটের পৃষ্ঠপোষক মিছবা উদ্দিন দুলাল, এডভোকেট ওবায়দুর রহমান, সাংবাদিক মোহাম্মদ হানিফ, শালিস ব্যাক্তিত্ব মোঃ আনোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মঈন উদ্দিন, জেলা যুবদল সহ-সভাপতি মোঃ শহিদুুল ইসলাম মনু, পিরের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাধন আহমদ, ক্লীন সিলেটের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মোহন আহমদ প্রমূখ।
এসময় বক্তারা বলেন – মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। ২০২০ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এই সংগঠন পথ চলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তিকালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌঁছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছে। দেশ ও প্রবাসে অবস্থানরত বিত্তবানদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনারার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব নিজ প্রতিবেশী অসহায় মানুষের পাশে দাঁড়ান।