• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে ক্বীন ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

AMZAD
প্রকাশিত ২০ নভেম্বর, বুধবার, ২০২৪ ১৬:৪৮:২৭
সিলেটে ক্বীন ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরের ক্বীন ব্রিজের নিচ থেকে ভবঘুরের এক অজ্ঞাত যুবকের (৩৫) বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা এলাকরা ভার্থখলা সংলগ্ন কিনব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

তবে স্থানীয় সূত্রে জানা যায়, মারা যাওয়া ব্যক্তির নাম নুর মোহাম্মদ শাকিল (৩৫)।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় মৃত্যু হতে পারে তার। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।