• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

স্টেক হোল্ডারদের সাথে হিজড়া যুব কল্যাণ সংস্থার আলোচনা সভা

AMZAD
প্রকাশিত ২০ নভেম্বর, বুধবার, ২০২৪ ২২:০৬:১৫
স্টেক হোল্ডারদের সাথে হিজড়া যুব কল্যাণ সংস্থার আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি : হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে ‘হিজড়া যুব কল্যাণ সংস্থার’ উদ্যোগে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) নগরীর মিরাবাজারস্থ একটি হোটেলের কনফারেন্স রুমে ‘এসসিজি’ প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয় সিলেটের উপপরিচালক আব্দুর রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের কর্মকর্তারা।

উক্ত সভায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের করনীয় ও সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

সভায় হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি মিস সুক্তা হিজড়া, প্রকল্প সমন্বয়কারী সাখাওয়াৎ হোসেনসহ অন্যান্য টিম মেম্বার, সিলেটের সরকারি-বেসরকরি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কমকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ সমাজের গুরুত্বপূর্ণ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।