গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে রাতের আঁধারে দোকানে বিক্রিকালে টিসিবির ২৩ বস্তা চাল আটক করেছে জনতা।
বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং বাজারে আরজিনা ট্রেডার্স থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, পূর্ব জাফলং ইউনিয়নের টিসিবি ডিলার হাজী আবুল কাশেম ট্রেডার্স ও মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্সের পক্ষে সাশ্রয়ী মূল্যে ২৩ বস্তা চাল বিক্রি করা হয়। পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বড় ভাই জাকির হোসেন মানিক চালগুলো বিক্রি করেন। বরাদ্দকৃত চালগুলো বিক্রিকালে জনতা জব্দ করেন। পরে থানা পুলিশের কাছে চালের বস্তাগুলো হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বড় ভাই জাকির হোসেন মানিক চালগুলো বিক্রি করার সময় জনতা ও ছাত্ররা দেখতে পেয়ে দ্রুত থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ এসে এসব চাল জব্দ করে নিয়ে যায়।
এছাড়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষে টিসিবির সিলযুক্ত আরও তিন বস্তা চাল রয়েছে দেখতে পান স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা। পাশেই সিল ছাড়া আরও ১৮টি সাদা বস্তায় চাল রয়েছে। বিক্রির উদ্দেশ্যে চালের বস্তাগুলো থেকে আগেই অন্য বস্তায় স্থানান্তর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পূর্ব জাফলং ইউনিয়নের টিসিবি ডিলার হাজী আবুল কাশেম ট্রেডার্সের মালিক মাহবুব আলম নিজে এ ঘটনায় জড়িত নয় দাবি করে বলেন, আমার ডিলারের চালগুলো ইতোমধ্যে বিতরণ করেছি। কেবল ১০ বস্তা চাল আছে। এগুলো ইউনিয়ন পরিষদের কক্ষে রয়েছে।
হেলাল অ্যান্ড ব্রাদার্সের প্রোপাইটর হেলাল আহমদ বলেন, টিসিবির পণ্যগুলো আমরা ইউনিয়ন অফিসের একটি কক্ষে রেখে এসেছি। কে বা কারা এসব পণ্য কালো বাজারে বিক্রি করেছে, তা আমার জানা নেই।
অভিযোগের বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বড় ভাই অভিযুক্ত জাকির হোসেন মানিক বলেন, ডিলার হেলাল বাল্যকালের বন্ধু। যে কারণে শুধুমাত্র আমি তার চালগুলো বিক্রি করার ব্যবস্থা করে দেই।
পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, টিসিবির পণ্য গত রোববার ইউনিয়ন পরিষদে ডিলার দ্বারা বিতরণ করা হয়। ওইদিন সকাল বেলা ইউনিয়নে গিয়েছিলাম। তিন ঘণ্টা পর চলে আসি। আমি ট্যাগ অফিসারদ্বয় ও ডিলারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে, তারা নাকি রাত ৮টা পর্যন্ত টিসিবির পণ্য বিতরণ করেছে সেখানে তেল ও ডাল ছাড়া শুধু চাল ছিল।
তিনি বলেন, আমি শুনেছি ইউনিয়ন পরিষদের টিসিবির চাল বাজারে বিক্রয়কালে জনতা আটক করেছে। আসলে টিসিবির পণ্য বিতরণে চেয়ারম্যান বা ইউপি সদস্যদের কোনো সংশ্লিষ্টতা নেই। যারা ডিলার তারাই এসব বিক্রি করে এবং দায়ভার তাদেরই। এতে আমার পরিষদের কেউ জড়িত নয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাটি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।