• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঢাকার মানসিক ভারসাম্যহীন নারী সিলেট থেকে উদ্ধার

AMZAD
প্রকাশিত ২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৯:৪৬:৩৯
ঢাকার মানসিক ভারসাম্যহীন নারী সিলেট থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মানসিক ভারসাম্যহীন এক নারীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সিলেট মহানগরের বন্দরবাজার থেকে কোতোয়ালি থানাপুলিশ তাকে উদ্ধার করে।

ওই নারীর নাম সাবেরা সুলতানা (৫৫)। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাফরুল এলাকার পূর্ব শেওড়াপাড়ার ৯৫১/১ নং বাসার মৃত সৈয়দ আমির শাহ রহমানীর স্ত্রী।

উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

তিনি বলেন- ওই নারী মানসিক ভারাসম্যহীন। তিনি আগেও একবার পরিবারের লোকজনের অগোচরে বাসা থেকে বের হয়ে সিলেট চলে এসেছিলেন। ২১ নভেম্বর (বুধবার) সকালে সেভাবে তিনি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে আসেন। আগে সিলেটে আসার ধারণা থেকে পরিবারের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সহযোগিতা চায়। পরে আমাদের টিম তৎপরতা চালিয়ে আজ বিকাল ৪টার দিকে বন্দরবাজার থেকে সাবেরা সুলতানাকে উদ্ধার করতে সক্ষম হয়।

ওসি বলেন- উদ্ধারের পর ওই নারীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।