• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জব্দ

AMZAD
প্রকাশিত ২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ০০:২৬:০১
সিলেটে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক : সিলেটে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় মোটরসাইকেল রয়্যাল এনফিল্ডসহ ৭০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে বিজিবি। আজ বুধবার বিজিবি সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশি রসুন, সুপারি, ভারতীয় মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। এসবের আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল জব্দ করা হয়। আটক করা মালামাল বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।