• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্যথামুক্ত প্রসব : নর্থ ইষ্ট মেডিকেল কলেজের নতুন অধ্যায়

AMZAD
প্রকাশিত ২৫ নভেম্বর, সোমবার, ২০২৪ ২৩:০২:১৪
ব্যথামুক্ত প্রসব : নর্থ ইষ্ট মেডিকেল কলেজের নতুন অধ্যায়

নিজস্ব প্রতিবেদক : সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল আবারও একটি মাইলফলক স্পর্শ করেছে! এই হাসপাতালে সফলভাবে ব্যথামুক্ত স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে। এই পদ্ধতিতে, প্রসবের সময় মায়েরা যে ব্যথা অনুভব করেন, সেই ব্যথার স্নায়ুগুলোকে অস্থায়ীভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। ফলে মা প্রসবের ব্যথা অনেক কম অনুভব করেন এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা, কথা বলাসহ অন্যান্য কাজ করতে পারেন।

এই সফল অপারেশনের পেছনে রয়েছেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার হোসেন চৌধুরীর অনুপ্রেরণা এবং একদল তরুণ ডাক্তারের অক্লান্ত পরিশ্রম। ডেলিভারিতে সরাসরি তত্ত্বাবধান করেছেন ডা: জাফরীন ইয়াসমিন চৌধুরী (এসোসিয়েট প্রফেসর)। এপিডুরাল এনেস্থিসিয়া প্রদান করেছেন ডা: জীবন কুমার পাল (এসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান, এনেস্থিসিয়া বিভাগ)।

কেন ব্যথামুক্ত প্রসব গুরুত্বপূর্ণ?

মায়ের আরাম : প্রসবের ব্যথা কমে যাওয়ায় মা আরামদায়কভাবে প্রসব করতে পারেন।
স্বাভাবিক প্রসব: এই পদ্ধতি স্বাভাবিক প্রসবকে আরও সহজ করে তোলে।

শিশুর জন্য ভালো : ব্যথানাশক ওষুধ শিশুর উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলেনা।

মায়ের মানসিক স্বাস্থ্য : ব্যথামুক্ত প্রসব মায়ের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো।

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল মা ও শিশুর স্বাস্থ্যের জন্য সর্বোত্তম সেবা প্রদানে সর্বদা কাজ করে যাচ্ছে। এই সফল ডেলিভারি তাদের সেই প্রচেষ্টারই প্রমাণ।