নিজস্ব প্রতিবেদক : সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে ঐ নারীর নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, স্বামীকে নিয়ে ঐ নারী সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে পৌঁছালে মোটরসাইকেলে থাকা ঐ দম্পতিকে সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান ঐ নারী। এতে আহত হন স্বামীও। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।