নিজস্ব প্রতিবেদক : সিলেটে স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে ১০০ তরুণ-তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) জেলা পুলিশ লাইনে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
সিলেট জেলা পুলিশের মিডিয়া বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সিলেট জেলার ১০০ শূণ্য পদের বিপরীতে মেধা ও যোগ্যতা অনুসারে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। মেডিকেল ও পুলিশ ভেরিফিকেশনসহ আনুসাঙ্গিক কার্যক্রম শেষে চূড়ান্ত নিয়োগের জন্য নির্বাচিতদের তালিকা পুলিশ হেডকোয়ার্টার্সে প্রেরণ করা হয়েছে।