• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

লালাবাজারে স্বাদ এন্ড কোং এর শোরুম উদ্বোধন

AMZAD
প্রকাশিত ২৭ নভেম্বর, বুধবার, ২০২৪ ০০:৩৩:৪৯
লালাবাজারে স্বাদ এন্ড কোং এর শোরুম উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে স্বাদ এন্ড কোং এর শোরুম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা এগারটায় ফিতা কেটে স্বাদ এন্ড কোং এর শোরুম উদ্বোধন করেন স্বাদ এন্ড কোং এর চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হান্নান।

এসময় উপস্থিত ছিলেন, স্বাদ এন্ড কোং এর নির্বাহী পরিচালক মুছলেহ উদ্দিন চৌধুরী, পরিচালক ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, স্বাদ এন্ড কোং লালাবাজার শোরুম এর প্রোপাইটর মেসার্স আলী ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোঃ আরজুমন্দ আলী, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক বিশিষ্ট রাজনীতিবিদ আমিনুর রহমান চৌধুরী শিফতা, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি, বিশিষ্ট ব্যবসায়ী তজম্মুল হোসাইন, ফারুক মিয়া, সমাজসেবী মশাহিদ আহমদ রনি, আব্দুল জলিল, আব্দুর রব, নুরুল ইসলাম।

এর আগে উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাদ এন্ড কোং এর চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হান্নান।

স্বাদ এন্ড কোং শোরুম ইন্সপেক্টর মহিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, স্বাদ এন্ড কোং এর নির্বাহী পরিচালক মুছলেহ উদ্দিন চৌধুরী, পরিচালক ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন। এসময় দোয়া পরিচালনা করেন লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।