• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটের আদালতে হত্যা মামলার আসামিকে মারধর

AMZAD
প্রকাশিত ২৮ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ২০:৩৯:৫৫
সিলেটের আদালতে হত্যা মামলার আসামিকে মারধর

নিজস্ব প্রতিবেদক : সিলেট আদালত পাড়ায় হামলার শিকার হয়েছেন যুবদল নেতা বিলাল আহমদ মুন্সী (৩০) হত্যা মামলার আসামিরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে হত্যা মামলার তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

প্রিজন্স ভ্যান থেকে নামানো হলে তারা বিক্ষুব্ধ জনতা রোষানলে পড়েন। পুলিশি পাহারা থাকা অবস্থায় আসামিদের মারধর করেন তারা। পরে দ্রুত তাদের কাস্টডিতে নেওয়া হয়।

যুবদল নেতা বিলাল আহমদ মুন্সী হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে একজন হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি রুনু মিয়া মঈন। অন্য দুজনসজ তাকে গ্রেপ্তার করেছিল শাহপরান (র.) থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আসামিদের আদালতে আনা হলে ক্ষুব্ধ জনতা পুলিশি পাহারায় মঈন ও বাকি দুই আসামিকে কিল, ঘুষি, লাথি ও জুতা খুলে পেটাতে শুরু করেন। বিশেষ করে হত্যা মামলার প্রধান আসামি রুনু মিয়া মঈনকে টার্গেট করে বিক্ষুব্ধরা হামলা করে। পরে পুলিশ তাদের দ্রুত কাস্টডিতে নিয়ে যায়।

গত সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের শাহপরান বাহুবল এলাকায় বিলাল আহমদ মুন্সীকে হত্যা করা হয়। দুই ছাত্রের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে সিলেটে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে খুন হন বিলাল। তিনি নগরের ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন।

তার রগ কেটে ফেলা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বিলালের।

হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বুধবার (২৭ নভেম্বর) নিহতের ভাই মোস্তাক আহমদ (বাদশা) মহানগরের শাহপরান থানায় ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই ঘটনায় প্রধান অভিযুক্তসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।