নিজস্ব প্রতিবেদক : সিলেটে পুলিশের গোয়েন্দা অভিযানে জুয়া খেলার অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মহানগরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- খোকন মিয়া (২৭), জীবন মিয়া (২৫), হযরত আলী (৩৩), মো. ইব্রাহিম (৪২), মোমিনুল ইসলাম (৩৩), মিসবাহ উদ্দিন (৩৫), ইমন আহমদ (২০), রিপন আহমদ (২৮), মো. শামীম মিয়া (২৮), নিজাম মিয়া (৪৫), মো. রাজন মিয়া (৩৫) ও রাজু আহমদ (৩০)।
আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।