• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে সাড়ে ৩৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

AMZAD
প্রকাশিত ২৯ নভেম্বর, শুক্রবার, ২০২৪ ১৪:৫০:১৯
সিলেটে সাড়ে ৩৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে ৩৭ হাজার ৫৫০ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‍্যাব ৯।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ৩টা ২৫ মিনিটে গোলাপগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন: মৌলভীবাজার জেলার রাজনগর থানার বুঝবন গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে মো. বুলবুল আহমেদ এবং মৃত রুবেল আহমেদের মেয়ে শোভা আক্তার।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৯ সিপিএসসি এর একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবার একটা বড় চালান আটক করে। এ সময় র‍্যাব ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয়। আটকদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী ছিলেন।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামি ও জব্দ আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিউর রহমান সোহেল জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সিলেট র‍্যাব ৯ গোয়েন্দা তৎপরতা ও অভিযানে অব্যাহত রেখেছে।