প্রেস বিজ্ঞপ্তি : যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধি আ ম অহিদ আহমদকে বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন সিলেটের সুধি সমাজ বলেছেন, তাঁর মতো ব্যক্তিরা দেশের রাজনীতিতে সম্পৃক্ত হলে উন্নয়ন ও রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। বিদেশে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা দেশকে এগিয়ে নিতে পারবেন। এতে করে আমাদের নেতৃত্ব শুন্যতাও কাটবে।
শুক্রবার সিলেট প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ আহবান জানানো হয়। বিশেষ করে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কযুক্ত এ নেতার মাধ্যমে চলমান নেতৃত্ব শুন্যতাও কাটবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।
সিলেটের জ্যেষ্ট সাংবাদিক, মিডিয়া গাইডের কর্ণধার সাংবাদিক মো. ফয়ছল আলমের সভাপতিত্বে ও দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ শামীমুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খালিদুর রহমান, গণদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ ও লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন ইকবাল। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী ও সমাজসেবী খলিল আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম এ হান্নান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, সাংবাদিক মুহিবুর রহমান, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেটের সাবেক সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী, মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক, সময় দর্পন সম্পাদক লায়ন আসাদুল হক আসাদ, সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন, ইঞ্জিনিয়ার হাসান তালুকদার, আমেরিকা প্রবাসী শাকির আহমদ, দৈনিক ভোরের ডাক এর সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, সাংবাদিক শেখ জাহিদ হাসান প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক ইমরান আহমদ।
বিএনপি চেয়ারপার্সনের ফরেন এ্যাফেয়ার্স এডভাইজারী কমিটির সদস্য টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর আ.ম অহিদ আহমদ তার বক্তব্যে বলেন, তারেক রহমান ফ্যাসিবাদ বিতাড়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিলো। তিনি ব্রিটেনে বসে দলীয় নেতাকর্মীসহ গণআন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতিনিয়তই দিক নির্দেশনা দিয়েছেন। নেতাকর্মীদের কৌশলী ভূমিকায় রেখেছিলেন। জুলাই গণআন্দোলনের মূল কারিগর ছিলেন আমাদের নেতা তারেক রহমান। যে কারণে একটি গণঅভূথ্যানের মাধ্যমে আমাদের বিজয় এসেছে।
তিনি আরও বলেন, আগামী দিনে দুর্নীতিমুক্ত সরকার গঠনে তারেক রহমানের নেতৃত্বে বি এন পি সরকারে অহিদ আহমদের মতো সৎ ও অভিজ্ঞতা সম্পন্ন প্রবাসীদের প্রাধান্য দিয়েই সরকার গঠন করলে দেশ ও জাতি উপকৃত হবে।