জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমন্ত দিয়ে অবৈধ পথে অনুপ্রবেশকালে ৫জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র শ্রীপুর বিওপির টহল টিম।
৩০শে নভেম্বর শনিবার বিকাল ৫টায় ১২৭৯ মেইন পিলার এলাকা দিয়ে প্রবেশ কালে গোপন সংবাদের ভিত্তিত্বে শ্রীপুর বিওপির টহলটিম তাদের আটক করে।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকার পান্ডারগাঁও এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে মো. মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগর গ্রামের কালিজক মিয়ার ছেলে সবুজ মিয়া (২৮), লুল্লারচর গ্রামের নুর হোসেনের ছেলে হেকিম আলী (৪৭), সুনামগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁও আবদুল মান্নানের ছেলে মো. উজ্জ্বল হোসেন ও শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে মো. সালেক নুর (৩৯)।
বিজিবি জানায় আটক ৫জনের মধ্যে ২জনের নিকট বাংলাদেশ ও ভারতের দুই দেশের আইডি কার্ড রয়েছে। জিজ্ঞেসাবাদে তারা বলেন কিছুদিন পূর্বে কাজের সন্ধানে তারা ভারতে গিয়েছিলেন।
এদিকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ কালে ৫বাংলাদেশী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।
তিনি জানান আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেন।