নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা দুটি মামলা খারিজ করে দিয়েছে সিলেটের একটি আদালত।
রোববার দুপুরে সিলেটের দ্বিতীয় মহানগর আমলি আদালতের বিচারক ছগির আহমেদ মামলা দুটি খারিজের ঘোষণা দেন বলে জানান সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, এর আগে ২০১৪ সালে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন দুই ছাত্রলীগ নেতা। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে হাসিনা সরকারের আমলে মামলা দুটি দায়ের করা হয়েছিল। আজ আদালত দুটি মামলাই খারিজ করে দিয়েছেন।
এদিকে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত মামলায় খালাস পান তারেক রহমান, বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামি।
আসামিদের পক্ষে করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রায় দেয়।
এদিন সিলেটের আদালতে তারেক রহমানের বিরুদ্ধে খারিজ হওয়া মামলার এজাহারের বরাত দিয়ে আইনজীবী এমরান আহমদ চৌধুরী বলেন, ২০১৪ সালের ২২ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে সিলেটের তৃতীয় মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে এই দুটি মামলা হয়।
এর একটি করেছিলেন সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ চৌধুরী এবং অন্যটি করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সে সময়কার সভাপতি শামীম মোল্লা।
তখন আদালতের বিচারক আনোয়ারুল হক মামলা দুটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দিতে সিলেটের শাহপরাণ থানার ওসিকে নির্দেশ দেন।
মামলা দুটিতে অভিযোগ ছিল, ওই বছরের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির এক আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করেছেন।