নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান করে ১ কোটি ৯০ লাখ টাকা সমমানের চোরাই পণ্যদ্রব্য উদ্ধার করেছে। এর মধ্যে ভারতীয় পণ্যদ্রব্য ছাড়াও রয়েছে বাংলাদেশি রসুন, মাছ ও নৌকা। শনি ও রোববার সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিজিবি এগুলো উদ্ধার করে।
রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। এর আগে গত শুক্রবার ৪৮ বিজিবি তার আওতাধীন এলাকা থেকে ৭৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করে।
বিজিবি জানায়- ৪৮ এর দায়িত্বাধীন সিলেটের সীমান্তবর্তী সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ, সোনালীচেলা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার এলাকা থেকে দুই দিনে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যদ্রব্য উদ্ধা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় বিপুল পরিমাণ ক্রীম, ট্যাবলয়েট, কাশ্মীরি হিজাব, থ্রি পিস, চিনি, লবন, গরুর মাংস, মাদকদ্রব্য ও বাংলাদেশি বিপুল পরিমাণ রসুন, শিং মাছ ও পাথর উত্তোলনকারী নৌকা। রসুন ও মাছ বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হয় বলে জানান অধিনায়ক হাফিজুর রহমান। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।