• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট-সুনামগঞ্জ রুটে সোমবার থেকে পুনরায় চালু হচ্ছে বিআরটিসি বাস সার্ভিস

AMZAD
প্রকাশিত ০১ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ১৯:২০:০৪
সিলেট-সুনামগঞ্জ রুটে সোমবার থেকে পুনরায় চালু হচ্ছে বিআরটিসি বাস সার্ভিস

নিজস্ব প্রতিবেদক : জনগণের চাহিদার প্রেক্ষিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেট-সুনামগঞ্জ রুটে পুনরায় এসি-নন এসি বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বিআরটিসি।

বিআরটিসি সিলেট বাস ডিপো এর ম্যানেজার (অপারেশন) মোঃরোকনুজ্জামান জানান, আগামী ২ ডিসেম্বর সোমবার থেকে সিলেট নগরীর কুমারগাঁও বাস স্ট্যান্ড এবং সুনামগঞ্জের নতুন বাস স্ট্যান্ড হতে জনসাধারণের কাঙ্খিত পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে নিয়মিত চলাচল করবে বিআরটিসি’র এসি – নন এসি বাস।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন দেশের একমাত্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। ‘সেবায় আদর্শ’ এই স্লোগানকে সামনে রেখে জনগণকে পরিবহন সেবা প্রদানের জন্য বিআরটিসি বদ্ধপরিকর।