• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে পুলিশের উচ্চপদস্থ ৩ কর্মকর্তারকে বদলি

AMZAD
প্রকাশিত ০২ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ২০:১৯:২০
সিলেটে পুলিশের উচ্চপদস্থ ৩ কর্মকর্তারকে বদলি

নিজস্ব প্রতিবেদক : সিলেটে পুলিশের উচ্চপদস্থ তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে দুজন দুই অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার।

রোববার (১ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি কর্মকর্তারা হলেন- সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. জাহেদ হাসান ও মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন।