নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প এবং সম্প্রসারিত কার্গো কমপ্লেক্স চালুর নিমিত্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সিলেট সার্কিট হাউজে
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান।
সিলেটের বিভাগীয় কমিশনার জনাব খান মোঃ রেজা-উন-নবীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালক কার্গো (যুগ্ম সচিব) মোঃ মাহমুদুল আলম, সিলেটের জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব আনিসুর রহমান, উপ-সচিব শরীফ মুহাম্মদ ফয়েজুল আলম, সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর অতিরিক্ত কমিশনার খন্দকার নাজমুল হক, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোঃ হাফিজ আহমদ, এসএমপি এর ডিসি উত্তর শাহরিয়ার আলম, এসপি সিলেট আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডাঃ মোহাম্মদ কাজি মজিবুর রহমান, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, সিলেট চেম্বারের পরিচালক জনাব ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), আটাব এর প্রেসিডেন্ট আব্দুস সালাম আরিফ, বিএসটিআই এর উপ-পরিচালক মাজহারুল হক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও সিলেটের বিভিন্ন এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ প্রমুখ।