নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরে বোতলে পানি ভরার সময় দুই কিশোরের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে অপর কিশোরকে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে নগরের লালদিঘীর পাড়ায় হকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিলেট কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক।
নিহত মো. জাহিদ খান (১৭) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিঘরখান্দী এলাকার মো. দুদু মিয়ার ছেলে।
মার্কেটের ব্যবসায়ীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই কিশোরের মধ্যে নিহত কিশোর চায়ের দোকানের কর্মচারী। আটক কিশোর মাছের দোকানের কর্মচারী। তারা দুজন পানি আনতে গেলে একে অন্যকে কিল ঘুসি দিয়ে খুনসুঁটি করে। এমন সময় স্পর্শকাতর স্থানে ঘুসি লাগলে কিশোর জাহিদ মারা যান। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ নামের এক কিশোরকে আটক করা হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
ওসি জিয়াউল হক বলেন, জাহিদ হকার মার্কেটের একটি চা দোকানের কর্মচারী ছিল। সন্ধ্যায় পানি আনতে গিয়ে ১৬ বছরের আরেক কিশোরের সঙ্গে তারা কথা কাটাকাটি থেকে মারামারি হয়। এক পর্যায়ে কিল-ঘুষিতে জাহিদ মারা যায়।
খবর পেয়ে জাহিদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি জিয়াউল হক।