• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা: আব্দুল হাই এর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

AMZAD
প্রকাশিত ০৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ২২:২০:২৪
পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা: আব্দুল হাই এর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের সর্বজন পরিচিত সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট চিকিৎসক, নিরাময় পলি ক্লিনিক, হোটেল ইশিতা’র স্বত্তাধিকারী, পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর চেয়ারম্যান,টুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট এর চেয়ারম্যান, দক্ষিণ সুরমার সুড়িগাও মোহাম্মদ পুর নিবাসী ডা: আব্দুল হাই আর নেই।

তিনি দীর্ঘদিন রোগ ভোগের পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর ৪ ঘটিকার সময় ঢাকায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি – রাজিউন)

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামায আজ বাদ মাগরিব শাহজালাল (র.)মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন।

উল্লেখ ডাঃ আব্দুল হাই সিলেটের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ডা: হাই এর মৃত্যুতে নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: নিজাম উদ্দিন তরফদার, টুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট এর সেক্রেটারি সাংবাদিক শফিক আহমদ শফি, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।