• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট সীমান্তে বিএসএফকে উস্কানিমূলক লিফলেট বিতরণ, যুবক আটক

AMZAD
প্রকাশিত ০৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ১৫:৫৫:৪৮
সিলেট সীমান্তে বিএসএফকে উস্কানিমূলক লিফলেট বিতরণ, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে উস্কানিমূলক লিফলেট বিতরণকালে মো. শামীম আহমেদ নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে ৪৮ বিজিবির সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে টিকলী জিরো পয়েন্ট নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শামীম আহমেদ কানাইঘাট উপজেলার চতুল বাজার রাউত গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

৪৮ বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে টিকলী জিরো পয়েন্ট নামক স্থানে শামীম আহমেদ অবস্থান করেন। এ সময় তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উস্কানিমূলক লিফলেট বিতরণ করেন। বিএসএফ সদস্য লিফলেটের ভাষা না বুঝতে পারায় স্থানীয় বাংলাদেশি এক পর্যটন ক্যামেরাম্যানকে দেখান। ওই ক্যামেরাম্যান লিফলেটটি বুঝতে পেরে বিজিবি টহল দলকে জানান। পরে বিজিবির সদস্যরা শামীমকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।