• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইসলাম, দেশ ও মানবতার মুক্তির জন্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : সিলেটে পীর সাহেব চরমোনাই

AMZAD
প্রকাশিত ০৭ ডিসেম্বর, শনিবার, ২০২৪ ১৫:৫৬:৫৯
ইসলাম, দেশ ও মানবতার মুক্তির জন্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : সিলেটে পীর সাহেব চরমোনাই

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘সুন্দর শান্ত দেশটাকে অশান্ত করতে, দেশের অগ্রগতিকে রুখে দিতে একদল দেশদ্রোহী আগুনে ঘি ঢালার কাজ করছে। তারা সুন্দর আগামীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত ও ভ্রাতৃত্বপূর্ণ-সৌহার্দ্যময় পরিবেশকে রক্তাক্ত করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের আপামর জনতা কখনো এদেরকে বাংলার মাটিতে ঠাঁই দেবে না, অতীতে যেভাবে বিতাড়িত করেছে, আগামীতেও করবে ইন শা আল্লাহ।’

শুক্রবার (০৬ ডিসেম্বর) রাত ৯টায় ৩দিনব্যাপী সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিলের উদ্বোধনী বয়ানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘ইসলাম দেশ ও মানবতার মুক্তির জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দুনিয়াবী উদ্দেশ্য নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এ মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে দুনিয়ার কোনো লক্ষ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খলিফা পীর চরমোনাই রাহ. হজরত মাওলানা আব্দুল মজিদ, হজরত মাওলানা নুরুল ইসলাম, সুনামগঞ্জের জাউয়াবাজার মাদ্রাসার নির্বাহী মুহতামিম হজরত মাওলানা মোস্তফা কামাল, সিলেটের জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আবুল হাসান প্রমুখ।