• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমার মেদ্দী বিল জলমহালে দুর্বৃত্তদের ৫০ লাখ টাকার মাছ লুট

AMZAD
প্রকাশিত ০৭ ডিসেম্বর, শনিবার, ২০২৪ ২০:০৬:৫২
দক্ষিণ সুরমার মেদ্দী বিল জলমহালে দুর্বৃত্তদের ৫০ লাখ টাকার মাছ লুট

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে এসএমপির আওতাধীন শ্রীরামপুর বাইপাসে সংলগ্ন সরকারি মেদ্দী বিল জলমহালে পুলিশের সামনে প্রায় ৫০ লাখ টাকার মাছ লুট করেছে স্হানীয় বিএনপি নামধারী দুর্বৃত্তরা।

জানা যায়, শনিবার সকাল ৬ টা থেকে জাল পলো সহ মাছ শিকারের বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে পূর্ব প্রস্তুতি নিয়ে মাছ শিকারে ঝাপিয়ে পড়ে এক দল দূর্বৃত্ত। বিলটি প্রতি বছর ইজারা দেন জেলা প্রশাসক। কিন্ত গত ২ বছর থেকে ইজারা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। এই সুযোগে সরকার পরিবর্তনের পর স্থানীয় বিএনপির লোকজন বিল থেকে দিনে রাতে মাছ শিকারে করে যাচ্ছে। স্থানীয় মৎসজীবী সম্প্রদায়ের লোকজন বিলের মাছ শিকার বন্ধে উদ্যোগী হলেও তাদের হুমকী ধমকী দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। এদিকে বিলের মাছ রক্ষার জন্য জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে আবেদন করলেও দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন কোন ভূমিকা নেয়নি। এমনকি মোগনাবাজার থানা পুলিশ বিলের পাশে অবস্হান করলেও অবৈধভাবে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। তথ্য রয়েছে পুলিশ মাছ লোপাটকারীদের কাছ থেকে আথিক সুযোগ নিয়ে মাছে লুটে সহায়তা করেছে।

মৎসজীবী দিলিপ জানান, মাছ রক্ষায় তারা প্রশাসনের দরজায় বারবার গেছেন, কিন্তু প্রশাসন কোন ব্যবস্হা নেয়নি, যেকারনে প্রশাসনের সামনে সরকারী সম্পদ হরিলুট করলো দুর্বৃত্তরা। এতে করে পুলিশ সহ প্রশাসনের প্রতি মানুষের নেতিবাচক ধারনা তৈরী হয়েছে।

এ ব্যাপারে জানার জন্য মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেন, মাছ লুটের বিষয়ে তিনি জানেন না। তবে খোজ খবর খবর নেওয়ার চেষ্টা করবেন।