নিজস্ব প্রতিবেদক : সিলেটে এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩ জন। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে চার জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১৩ জন।
শনিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ অধিদপ্তরের তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে চারজনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে।এ নিয়ে এ সপ্তাহে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩ জন।
এছাড়া বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ১৩ জন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে ৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, হবিগঞ্জ সদর হাসাপাতালে ১ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন।
চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। এরমধ্যে সিলেটে ৮০, সুনামগঞ্জে ৩৯, মৌলভীবাজারে ৩০ এবং হবিগঞ্জে ১৭৩ জন। এছাড়াও নেত্রকোণা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী ও ঢাকার আরও ৯জন সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।