• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে কোটি টাকার চোরাই পণ্য ও মাদকসহ আটক ২

AMZAD
প্রকাশিত ০৮ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ২১:৩০:১১
সিলেটে কোটি টাকার চোরাই পণ্য ও মাদকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অভিযানে কোটি টাকার চোরাই পণ্য ও ভারতীয় বিয়ারসহ দুজনকে আটক করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, দমদমিয়া, কালাইরাগ, শ্রীপুর, উৎমা, কালাসাদেক, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, ডিবিরহাওড় বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, শুটকি, স্কিন সাইন ক্রিম, নিভিয়া সফট ক্রিম, কমলা, গরু, ফেন্সিডিল ও বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।

এছাড়া রোববার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬৪/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদেশ্বর থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, বিছানাকান্দি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মো. আবুল হোসেন (২৭), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিলপার গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. মনছুর চৌধুরী (২৩)।

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাই পণ্য জব্দ করা হয়। এ পণ্যের নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।