• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

AMZAD
প্রকাশিত ১০ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৬:৫১:৩৩
মৌলভীবাজারে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকল চালক ও আরোহী গুরুতর আহত হয়।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শমশেরগর-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের বায়েক তানভির (১৭) ও তার বন্ধু ভাদাইর দেউল গ্রামের জুমান মিয়াকে (১৭) নিয়ে মোটরসাইকেল যোগে বেপরোয়া গতিতে মুন্সীবাজারের দিকে যাচ্ছিলো। শমশেরগর-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে রাস্তা পারাপারের সময় তাদের মোটরসাইকেলের ধাক্ষায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ তাদেরঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেল আরোহী তানভির ও তার বন্ধু জুমান গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।