• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট সীমান্তে যৌথ অভিযানে আটক ২

AMZAD
প্রকাশিত ১০ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৭:০৯:৪৬
সিলেট সীমান্তে যৌথ অভিযানে আটক ২

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বরত শ্রীপুর বিওপি সদস্য ও জৈন্তাপুর মডেল থানার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহর সাধুখালি গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস (৩৩) ও ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিতলা কাইখালি গ্রামের মোকান্দা মন্ডলের স্ত্রী শান্তি লতা মন্ডল (৬০)।

ভারতীয় এই নারী দীর্ঘদিন বাংলাদেশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহর সাধুখালী গ্রামে শান্তি রাণী মৃত্তি নামে বসবাস করে আসছিল।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামপুঞ্জি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী।

এ সময় স্থানীয়দের সহায়তায় সীমান্ত পিলার ১২৭৯/৩-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের মধ্যে মোকামপুঞ্জি এলাকা হতে ভারতে অবৈধ অনুপ্রবেশের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাদী-নাতি সম্পর্কের কথা স্বীকার করে। এ সময় কাছে থাকা ব্যাগ তল্লাশি করে প্রয়োজনীয় পোশাক ও চাদর পাওয়া যায়।

মুকুল বিশ্বাসের কাছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া যায়। যাতে ভারতীয় অসংখ্য নাম্বারে কললিষ্টের সন্ধান পায় বিজিবি-পুলিশ।

আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ভারতীয় নাগরিক শান্তি রাণীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মুকুল বিশ্বাসের সঙ্গে অবৈধভাবে ভারতে তার স্বামীর বাড়িতে যেতে সীমান্তবর্তী এলাকায় আসেন।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।