দক্ষিণ সুরমা প্রতিনিধি : সামাজিক সংগঠন অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে ৫ম বারের মতো মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘ নাজির বাজার উদ্যােগে কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিমে এ মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আবুল কালাম রুনু, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুুর আসাদ, সমাজ সেবক আব্দুস সামাদ, রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাইয়ুম সাকি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ শাহিদুল ইসলাম সুজা, যুগ্ম সম্পাদক ধারাভাষ্যকার আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানবির হোসেন মেম্বার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন মিয়া, সহ পাঠাগার সম্পাদক রেজওয়ান আহমদ জীবান, সদস্য তাজুল ইসলাম, মুহিত মিয়া, মারজান মিয়া প্রমুখ।