গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঘরটি হস্তান্তর করে সেনাবাহিনীর ১৭-পদাতিক ডিভিশন (সিলেট এরিয়া)।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনাবাহিনীর ১-পদাতিক ডিভিশনের ৬৫ ই-বেঙ্গলের অধিনায়ক মেজর মাহমুদুল হাসান (পিএসসি)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
এর আগে, চলতি বছরের ৪ জুন ১৭-পদাতিক ডিভিশনের পক্ষ থেকে অনারারি ক্যাপ্টেন তাহের আলী বীর বিক্রমের পরিবারের অবস্থা বিবেচনায় সেনাবাহিনীর সদর দপ্তর ৫২-পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬৫ ই-বেঙ্গল (রিয়ার)-এর ব্যবস্থাপনায় তার স্ত্রী পিয়ারা বেগমকে দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়।
নির্মাণ কাজ শেষে বিজয়ের মাস ডিসেম্বরে বৃহস্পতিবার ঘরটি তাহের আলীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।