• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটের গোলাপগঞ্জ থেকে যুবক নি‌খোঁজ

AMZAD
প্রকাশিত ১৪ ডিসেম্বর, শনিবার, ২০২৪ ১৫:৫৬:২৯
সিলেটের গোলাপগঞ্জ থেকে যুবক নি‌খোঁজ

নিজস্ব প্রতিবেদক : সি‌লে‌টের গোলাপগঞ্জ উপ‌জেলার হে‌তিমগঞ্জ এলাকার মোল্লাগ্রাম থে‌কে ফয়সল আহমেদ(৩৮) না‌মের এক যুবক গত দুইদিন থে‌কে নি‌খোঁজ র‌য়ে‌ছেন।

তি‌নি নগ‌রীর শেখঘাট এলাকার শুভেচ্ছা- ১৩৫ নং বাসার আব্দুল হকের পুত্র।বর্তমা‌নে তি‌নি হে‌তিমগ‌ঞ্জের মোল্লাগ্রা‌মে প‌রিবারসহ বসবাস কর‌ছেন।

প‌রিবার সূত্রে জানা যায়, বুধবার দুপু‌রে তি‌নি বা‌ড়ি থে‌কে বের হন। বেলা ১টার দি‌কে তাঁ‌কে গোলাপগঞ্জ দেখতে পান প‌রি‌চিতজনেরা। ওই রা‌তে তি‌নি আর বাড়ি ফি‌রেন‌নি। এরপর থে‌কে সম্ভাব্য সব স্থা‌নে খোঁজ ক‌রেও তাঁর কো‌নো সন্ধান পাওয়া যায়‌নি। তার ব্যবহৃত মোবা‌ইল নাম্বার‌টিও বন্ধ র‌য়ে‌ছে।

কো‌নো সুহৃদ ব্যক্তি তাঁর সন্ধান পে‌লে 01747517408, 01715481369 নাম্বা‌রে যোগা‌যোগ করার জন‌্য প‌রিবা‌রের পক্ষ থে‌কে অনু‌রোধ জানা‌নো হ‌য়ে‌ছে।