• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২ জন 

AMZAD
প্রকাশিত ১৫ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ২১:১৩:৪৪
সিলেটে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২ জন 

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন আরও ৯ জন। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর হতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ জন। চলতি মাসে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৯ জন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে ১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে কেউ মারা যাননি বলেও নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৪৫ জন। এরমধ্যে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৪৩, মৌলভীবাজারে ৩১ এবং হবিগঞ্জে ১৭৯ জন। এছাড়া নেত্রকোণা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী ও ঢাকা থেকে আসা আরও ৯ জন সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।