• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এবার মামুনুল হকের দলে নাম লেখালেন শাহীনূর পাশা

AMZAD
প্রকাশিত ১৬ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ১৮:২৭:১৪
এবার মামুনুল হকের দলে নাম লেখালেন শাহীনূর পাশা

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে বাদ পড়েন দলটির একসময়ের প্রভাবশালী নেতা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী। এরপর সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ভোটে লড়ে হারান জামানত। দল ও দলের বাইরে ব্যাপক সমালোচিত হন। গত আট মাস ধরে তাকে তার নিজের দলের লোকদের কাছে ধন্যা দেওয়ার পরেও উপেক্ষিত থেকেছেন।

গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ফের তৎপর হয়ে উঠেন তিনি। দলে ফিরতে তদবির-লবিং করেন নানা পর্যায়ে। কিন্তু দল গ্রহন করেনি। অবশেষে জমিয়তের জন্য ‘জীবন-যৌবন শেষ করা’ এই নেতা তাঁর ‘সাথীদের কাছে আন্তরিক ক্ষমা চেয়ে’ যোগ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসে। যার নেতৃত্বে রয়েছেন মাওলানা মামুনুল হক।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের দলীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন। এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় নায়েবে আমীর রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দীন আহমদ, আতাউল্ল্যাহ আমীন, সমাজকল্যাণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা উপস্থিত ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা।

এ ব্যাপারে শাহীনূর পাশা চৌধুরীর কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে খেলাফতে যোগদানের কয়েক ঘন্টা আগে তিনি ফেসবুকে লিখেন, ক্ষমা করে দিও আন্তরিক সাথীরা।